ভাঙা ব্যাতিতো মেমরি কার্ড কখনোই নষ্ট হয় না।

যদি সমস্যা হয় তাহলে সেটা ফরম্যাট করে আবার ঠিক করা যায়।

ভাইরাসের কারণে মেমোরি কার্ড নষ্ট হয়ে যায়। এছাড়া মেমোরি কার্ডের একপ্রান্তের পিতল নষ্ট হয়ে গেলেও মেমোরি কার্ড নষ্ট হয়ে যায়। আবার তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি অনেকসময় ক্ষতিগ্রস্ত হয় এবং অকেজো হয়ে যায়।

বিভিন্নভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপরও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব। আপনার সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া মেমোরি এখন ঠিক করা যায় একেবারেই সহজে।

Post a Comment

Previous Post Next Post